ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ফেসবুকের নতুন টুলস

১০ মে, ২০১৯ ২১:৪৫  
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন টুলস চালু করছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর মাধ্যমে ব্যবসায়ীরা তাদের বিজ্ঞাপন পরিচালনা, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং ভিডিও সম্পাদনার সুযোগ পাবেন। স্বয়ংক্রিয় বিজ্ঞাপন অটোমেডেট অ্যাডস বা স্বয়ংক্রিয় বিজ্ঞাপন হলো এমন একটি ফিচার, যা ব্যবসায়ীদের ব্যবসায় এবং লক্ষ্যমাত্রা সম্পর্কে কিছু প্রশ্ন জেনে কাস্টোমাইজড মার্কেটিং প্লান তৈরি করবে। পরিকল্পনা অনুযায়ী কার্যকরী ফলাফলের জন্য ফেসবুক, মেসেঞ্জার এবং অডিয়েন্স নেটওয়ার্কে উক্ত বিজ্ঞাপন পরিচালিত হবে। এই ফিচারের মধ্যে রয়েছে: • স্বয়ংক্রিয়ভাবে আপনার বিজ্ঞাপনের ছয়টি আলাদা সংস্করণ তৈরি • আপনার পেইজের তথ্যের উপর ভিত্তি করে দর্শক নির্বাচন অথবা মতামত প্রদান করা • আপনার লক্ষ্যে পৌছাতে একটি বাজেট প্রস্তাবনা • আপনার বিজ্ঞাপন কীভাবে কাজ করছে সেটি সম্পর্কে নোটিফিকেশন প্রদান অ্যাপয়েন্টমেন্ট পরিচালনা নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফিচারের সাহায্যে ব্যবসায়ীরা ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট পরিচালনা করতে পারবেন। ফেসবুকে বিজ্ঞাপন না দিলেও এই ফিচারটি ব্যবহার করা যাবে। এই ফিচারের মধ্যে রয়েছে: • অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা • মেসেঞ্জার ও টেক্সট মেসেজের মাধ্যমে গ্রাহকদের রিমাইন্ডার প্রদান করা • সেবার একটি কাস্টোমাইজড লিস্ট তৈরি করা • কতো সময় অ্যাভেইলেবল আছেন সেটি ঠিক করে দেয়া • ব্যক্তিগত ক্যালেন্ডার অথবা অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট টুলসের সাথে সিনক্রোনাইজেশন ভিডিও সম্পাদনা আপনার নতুন, পুরাতন ভিডিও সম্পাদনার জন্য অ্যাডস ম্যানেজারের এই ভিডিও এডিটিং ফিচারটি বেশ কাজে দেবে। এই সুবিধাটি ব্যবসায়ীদের ভিডিও সম্পাদনার কাজটি সহজ করে ব্যবসায়ে অধিক মনোযোগী হওয়ার সময় দেবে। এর মাধ্যমে আপনি যা পাবেন: • স্বয়ংক্রিয় ক্রপিং • ভিডিও ট্রিমিং • ছবি এবং টেক্সট যুক্ত করা ফেসবুকের অভ্যন্তরীণ সূত্রমতে, এ বছরের জানুয়ারি নাগাদ ফেসবুকের মাধ্যমে ৯০ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করছে। এই বিশাল সংখ্যক ব্যবহারকারীদের সেবার মানোন্নয়নে ফেসবুক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ডিবিটেক/বিএমটি